খালেদাকে মুক্ত করতে আসুন রাজপথে নামি: খন্দকার মাহবুব হোসেন

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 16:36:26

বিএনপি'র ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার মাহবুব হোসেন নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, খালেদা জিয়ার মুক্তি সরকারের সদিচ্ছা থাকতে হবে, আর তা না হলে আন্দোলন করতে হবে। তাই আসুন যারা যারা অতীতে ছাত্র আন্দোলন করেছিলেন সে নেতাকর্মীদের ডেকে রাজপথে নামি।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা, নিঃশর্ত মুক্তির দাবি এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে জিয়া আদর্শ একাডেমি।

এ সময় অ্যাড.খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন। কারণ তারেক রহমান নাকি তার লন্ডন সফরে বাধা সৃষ্টি করেছে, তিনি নাকি হোটেল পাচ্ছেন না। এ জন্য প্রধানমন্ত্রী বলেছেন, 'তারেক রহমান যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তার মা খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না।' এতে আমরা দেখতে পেলাম বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসায় আটক করে রাখা হয়েছে।'

সিনিয়র এই আইনজীবী বলেন, ‘বেগম খালেদা জিয়াকে বের করতে হলে, তারেক রহমানকে মিথ্যা মামলা থেকে বাঁচাতে হলে এবং নেতা-কর্মীদেরকে জেল থেকে বের করতে হলে, রাজপথ উত্তপ্ত করতে হবে। আমাদের নেতাকর্মীরা যদি একবার রাজপথে নামে তাহ‌লে লক্ষ লক্ষ জনতা রাজপথে নামবে। দিন তারিখ ঠিক করে নয়, একবার রাজপথে নামুন হাজার হাজার নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশ করুন, দেখবেন এই সরকারের পায়ের নিচের মাটি থাকবে না।’

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া এমনি এমনি মুক্তি পাবে না, তার মুক্তি পেতে হলে সরকারের সদিচ্ছা থাকতে হবে। আর না হলে রাজপথে নামতে হবে। তাই আসুন যারা অতীতে ছাত্র আন্দোলন করেছিলেন সে নেতাকর্মীদের ডেকে রাজপথে নামি এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করি।'

আয়োজক সংগঠনের সভাপতি মো. আজম খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের নেতা আক্তারুজ্জামান বাচ্চু, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্যকে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর