ঘুর্ণিঝড় 'ফণী' মনিটরিংয়ে আ’ লীগের সেল

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-31 14:41:46

ঘূর্ণিঝড় ‘ফণী’ প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং কক্সবাজার সমূদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এসব বিষয়ে সার্বিক খবরা খবর রাখতে ধানমন্ডিস্থ দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের মনিটরিং সেল খোলা হয়েছে। দলের কেন্দ্রীয় নেতারা এ সেলে দায়িত্ব পালন করবে।

মনিটরিং সেল সমন্বযের দায়িত্বে আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

শুক্রবার (৩ মে) সকাল থেকে ফণীর বিষয়ে সব খবর পাওয়া যাবে মনিটরিং সেল থেকে। ইতোমধ্যে তৃণমূলের নেতাকর্মীসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে খোঁজ নিচ্ছেন দলের উপ-কমিটির সদস্যরা।

সারাদেশে ঘূর্ণিঝড় ‘ফণী’ আক্রান্ত স্থানের যে কোনো তথ্য জানাতে (০২৪৪৬১১৯১৫, ০২৪৪৬১১৯১২, ০২৪৪৬১১৯১৩, ০২৪৪৬১০০০৩) এই নম্বগুলোতে যোগাযোগ করতে সেলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর