খালেদা শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে সবল: মওদুদ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-20 15:33:45

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে সবল বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দলের আইন বিষয়ক সহ সম্পাদক সানাউল্লাহ মিয়ার আশু রোগ মুক্তি কামনা করে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, 'বেগম জিয়াকে আমি যতটুকু চিনি, তিনি এখনো অত্যন্ত কঠোর মনোভাব নিয়ে আছেন। তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। কিন্তু মানসিক ভাবে তিনি অত্যন্ত সবল। তিনি কোনো ধরনের আপসে বিশ্বাস করেন বলে আমি মনে করি না। অতীতেও আমরা তাই দেখেছি। খালেদা জিয়ার জামিন হচ্ছে না, কিন্তু জামিন হবে। আজকে হচ্ছে না কালকে হবে। এবং বেগম জিয়া অবশ্যই আমাদের মাঝে ফিরে আসবেন। আইনি প্রক্রিয়ায় যদি সম্ভবপর না হয়, তাহলে আন্দোলন ছাড়া অন্যকোনো বিকল্প নাই।'

তিনি বলেন, 'বেগম জিয়া যে মামলায় কারাবন্দী, এটা সম্পূর্ণরূপে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, তার কারাবন্দী থাকার অবস্থাও রাজনৈতিক, তার জামিন না দেওয়াও রাজনৈতিক। কারণ আমরা সবাই জানি, পাঁচ বছরের মামলায় আপিল করি, তার সাথে সাথেই বেল মুভ করি। বেল চাওয়া হলেই জামিন হয়ে যায়। মামলা নিষ্পত্তি করতে অনেক সময় লাগে, এজন্য আমাদের জজ সাহেবরা জামিন দিয়ে দেন। কিন্তু বেগম খালেদা জিয়া ও বিরোধী দল বলে আইনের প্রয়োগ একরকম, আর যারা সরকারপন্থী তাদের ক্ষেত্রে এই প্রয়োগ টা অন্যরকম করা হয়। যা দুর্ভাগ্যজনক। আইনের শাসন বলতে যা বুঝি তা নেই মনে হয়। এটাই আমরা উপলব্ধি করছি।'

তিনি আরও বলেন, 'রাজনৈতিক কারণে খালেদা জিয়া জামিন পান নাই, কিন্তু আমরা ছেড়ে দেব না, আশা হারাব না। জামিন আজকে হচ্ছে না কালকে হবে এবং বেগম জিয়া অবশ্যই আমাদের মাঝে ফিরে আসবেন।'

এ সময় বিএনপির আইন বিষয় সহ সম্পাদক সানাউল্লাহ মিয়াকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দেওয়া ভুল সিদ্ধান্ত এবং তার প্রতি অবিচার করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর