শ্রমিকদের ন্যায্য মজুরি নেই: মির্জা ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 10:14:26

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন বাংলাদেশ শ্রমিকদের মর্যাদা নেই। তাদের ন্যায্য মজুরি নেই। জীবন যাপন করেন একেবারেই মানবেতর অবস্থায়। অথচ প্রতিনিয়ত দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে। গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে, বাড়ছে বাসা ভাড়া।

বুধবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস পালন উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের র‌্যালি উদ্বোধনকালে তিনি এসব অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, 'সরকার ব্যাংক, শেয়ার মার্কেটে লুট করছে। অন্যদিকে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি, লুটপাট করছে। আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ শ্রমজীবীদের।’

এ সময় তিনি শ্রমিকদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের মে দিবসের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। দেশে গার্মেন্টস পোশাক শিল্প সবচেয়ে বেশি আয় করে। তাদের আয়ে বাংলাদেশ চলে। বিদেশে যেই শ্রমিক ভাইয়েরা কাজ করেন, তাদের রেমিটেন্সে বাংলাদেশ চলে। তাদের টাকাগুলোকে নষ্ট করে সরকার দুর্নীতি করছে। দেশে সমস্ত শ্রমজীবী মানুষ তাদের অধিকার হারিয়েছেন। এই দুর্নীতিবাজ সরকার সমস্ত মানুষের অধিকার কেড়ে নিয়ে দুর্নীতির পাহাড় গড়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকার একদিকে আমাদের ভোটের অধিকার লুট করেছে। অপরদিকে আমাদের ভাতের অধিকার কেড়ে নিয়েছে। আজকে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বেঁচে থাকার জন্য শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অধিকারকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে যেতে হবে।’

পরে মে দিবস পালন উপলক্ষে শ্রমিকদলের নেতারা-কর্মীরা র‍্যালি বের করেন।

এ সম্পর্কিত আরও খবর