আওয়ামী লীগ একাই একশ: শেখ হাসিনা

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-22 08:08:38

‘কোনো দল ভাঙা আমার নীতি না। প্রস্তাব আমরা অনেক পাই, কিন্তু ওসবের মধ্যে যাব না। যার যার দল, সে সে করুক। আওয়ামী লীগের যথেষ্ট লোকবল আছে। আমার নতুন লোকবলের দরকার নেই। আওয়ামী লীগ একাই একশ।’

শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে ব্রুনাই সফর নিয়ে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলেনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতিটা হচ্ছে পোড় খাওয়া রাজনীতি। আওয়ামী লীগের রাজনীতিটাই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বিরোধীদলে থেকে এই আওয়ামী লীগের সৃষ্টি।’

আওয়ামী লীগ প্রধান বলেন, ‘জনগণের কল্যাণ করার জন্য আওয়ামী লীগই যথেষ্ট। আওয়ামী লীগই করবে। আর কেউ করে নাই, করবেও না। এটাও আমার মনে হয় দেশবাসীর ভাবা উচিত। আওয়ামী লীগ ক্ষমতায় না আসা পর্যন্ত কিন্তু এ দেশের উন্নতি হয়নি, মানুষের উন্নতি হয়নি।’

শেখ হাসিনা বলেন, ‘আমি তো আর নতুন না। সেই স্কুলজীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, এটা ভুললে চলবে না। অনেকে বলে পাকের ঘর থেকে রাজনীতিতে। স্কুল জীবন থেকে রাস্তায় মিছিল করে তারপর কিন্তু রাজনীতিতে এসেছি। এখন যারা আছে তাদের কারও কারও বাবাকেও চিনতাম, দাদাকেও চিনতাম।’

চলতি অর্থবছরে আট দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জনকে অনেকে ভালোচোখে দেখতে পারেন না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের দুর্ভাগ্য হলো, দেশ যখন খুব ভালো অবস্থায় যায়, তখনি কিন্তু আঘাতটা আসে। জাতির পিতাকে যখন হত্যা করা হলো, তখন কিন্তু তিনি যুদ্ধবিধস্ত দেশ গড়ে মাত্র তিন বছরের মধ্যে সাত ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছিলেন। এখন আটের ঘরে পৌঁছে গেছি। সকলে তো আর এটা নিতে পারবেন না, ষড়যন্ত্র তখন হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘গ্রাম বাংলায় একটা কথা আছে, গেল গেল আমার মুরগি গেল, আমি শিয়ালটা তো চিনে রাখলাম। যাই হোক, এটা আবার অন্যভাবে লিখেন না। গ্রাম্য প্রবাদ সেই হিসাবে বললাম। আমার অচেনা কেউ না। সব থেকে প্রবীণ কিন্তু এখানে আমি, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আমার ৭২ বছর বয়সে অন্তত ৬০ বছরের রাজনীতি আমি নিজের চোখে দেখেছি।’

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে মঞ্চে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর