খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে: দুদু

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-09-01 01:27:08

খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিকভাবে বন্দী করে রাখা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল তার যথেষ্ট চিকিৎসা হচ্ছে না। এমন অবস্থায় বিএনপি নেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

রোববার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তিসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

দুদু বলেন, 'বেগম জিয়াকে যে মামলায় আটক রাখা হয়েছে। এই মামলায় যে কোন একটি ব্যক্তি মুক্তি পায়, কিন্তু তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। বারবার হাইকোর্টে যেতে হয়। দীর্ঘদিন ধরে নেত্রী অসুস্থ তার চিকিৎসা দেওয়া হচ্ছে না। শেষ পর্যন্ত পিজি হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও সেটা যথেষ্ট নয়।'

তিনি আরও বলেন, 'দেশে আজ কোন জবাবদিহিতা নাই, আইনের শাসন নেই। গণতন্ত্র ধ্বংসের মুখে।'

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, 'নির্বাচন থেকে বাইরে রাখার জন্য খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী করে রাখা হয়েছিল। নির্বাচন কমিশন ও প্রশাসন মিলে যে অপকর্ম করেছে তা গণতন্ত্রকে অপমান করা হয়েছে।'

মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর