জিয়াউর রহমানের নাম মুছে দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 01:05:32

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বই থেকে আস্তে আস্তে জিয়াউর রহমানের নাম মুছে দেওয়া হচ্ছে। কিন্তু এই নামটা আমরা বারবার বলতে চাই। কারণ তিনি স্বাধীন মুক্ত বাতাসের স্বপ্ন দেখিয়েছেন। এই কথাটি আজকে ভুলে গেলে চলবে না।’

বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

১০ম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা 'শাপলাকুঁড়ি' এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করে জিয়া শিশু একাডেমি।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, '১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম। কেন করেছিলাম? তখন আমরা যে দেশে বাস করছিলাম, সেই দেশটা নিজেদের দেশ বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল, কেউ বুঝি আমাদের বুকের ওপর চেপে বসে আছে। সেই কারণে আমরা যুদ্ধ করেছিলাম।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে আমাদের যারা নেতৃত্ব দিয়েছিলেন, তারা অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। কিন্তু যে মানুষটি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এবং নিজেই অস্ত্র নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই মানুষটির নামেই জিয়া শিশু একাডেমি।’

ফেনীর মাদরাসা ছাত্রী রাফি হত্যার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘কেন এই হিংসা, প্রতিহিংসা, ক্ষোভ, হত্যাযজ্ঞের মধ্যে নেমে পড়েছি? কেন আমাদের রাফিকে এভাবে নির্যাতিত হয়ে মরতে হয়? কেন? আমি জানি না। এই উত্তর আমাদের রাজনীতিবিদদেরকেই দেওয়া কথা। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি।’

আয়োজক সংগঠনের মহাপরিচালক এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ, ১০ম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতার বিচারক চলচ্চিত্রকার ছটকু আহমেদ, অভিনেত্রী রিনা খান, শিল্পী শফি মণ্ডল, শিল্পী জিনাত রেহানা প্রমুখ।

পরে আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্যের ১৩টি একক ও তিনটি দলীয় বিষয়ে ক-খ বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানপ্রাপ্ত ৮৫ জন ক্ষুদে শিল্পীরা 'শাপলাকুঁড়ি'-২০১৮ পুরস্কার ও বিতরণ ও গ্রহণ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর