বিচারহীনতা দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 22:04:55

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারীদের বিচার ৪৮ মাসে হয়নি, ৪৮ বছরেও হবে না। এই বিচারহীনতার সংস্কৃতি দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।

মঙ্গলবার(১৬ এপ্রিল) দুপুরে প্রেসক্লাবের সামনে সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফী হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, একদিনের মানববন্ধনে এ দেশকে বিচারহীনতা এবং অপমৃত্যুর হাত থেকে রক্ষা করা যাবে না। সারাদেশে সব ক্ষেত্রে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নুসরাত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতাসীন দল এবং প্রশাসনের ছত্রছায়ায় থাকা কিছু ব্যক্তি নুসরাত হত্যার সঙ্গে জড়িত। হয়তো তাদেরও বিচার হবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার আমাদের মধ্যে নেই। এসব হত্যার বিচার হবে না দেশে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হলে এসব হত্যাকাণ্ডের বিচার করতো।

ওলামাদলের আহ্বায়ক মাওলানা নেছারুল হকের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য শাহ মো. মাসুম বিল্লাহসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর