প্যারোলের কথা বলে ধোঁয়াশা সৃষ্টি করবেন না: রিজভী

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 23:50:58

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, ‘ষড়যন্ত্র ও মিথ্যা কথা বলা বাদ দিয়ে খালেদা জিয়াকে মুক্তি দিন। প্যারোলের কথা বলে কোনো ধোঁয়াশা সৃষ্টি করবেন না। কারণ আপনাদের কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। নির্দোষ বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে জনগণই রাজপথে নেমে তাঁর মুক্তি আদায় করে নেবে। আর সেদিন সরকারের পালানোর পথ থাকবে না।’

বুধবার (১০ এ্রপ্রিল) সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকার খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা নিয়ে ভয়ংকর প্রতিহিংসাপরায়ণতা অব্যাহত রেখেছে অভিযোগ করে রিজভী বলেন, ‘সরকারের আচরণে স্পষ্ট হয়েছে, জনগণের নেত্রীকে জনগণ ও রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়ার জন্য তাকে বন্দী করেছে। এখন তার জীবন হুমকীর মুখে ঠেলে দিয়ে প্যারোলের কথা বলছেন। দেশনেত্রীর জীবন ও চিকিৎসা নিয়ে এটিও সরকারের রসিকতা।’

বিএনপির এই মুখপাত্র বলেন, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ তাদের নেতারা দেশনেত্রীর প্যারোল নিয়ে অস্থির। দেশনেত্রী তো স্বাভাবিক আইনি প্রক্রিয়াতেই জামিনে মুক্তি পাবেন, তাহলে ক্ষমতাসীনদের এই প্যারোলের কথা বলাটা তো দুরভিসন্ধিমূলক।

তিনি বলেন, ‘সরকারের গভীর ষড়যন্ত্র এবং কু-মতলব এখন পরিষ্কার। দেশের মানুষ খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি চায়। প্যারোলের প্রশ্ন কেন আসছে? তিনি নির্দোষ।’

'খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা বেগমকে বেতন দেয়া হচ্ছে না' একটি টেলিভিশন চ্যানেলের এমন একটি প্রতিবেদন উল্লখ করে রিজভী বলেন, ওটা সম্পূর্ণ মিথ্যা রিপোর্ট করেছে। আমরা খোঁজখবর নিয়ে জেনেছি, ফাতেমা বেগমের বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে, ভয়ভীতি দেখিয়ে ম্যানেজ করে এই সংবাদ প্রচার করা হয়েছে। ফাতেমার পরিবারকে তার প্রাপ্য ছাড়াও অগ্রিম টাকা দেওয়া হয়েছে।

বিএনপি নেতা রিজভী বলেন, ‘আজ সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, ফাতেমার মা বলেছেন যে, তিনি মাসে মাসে টাকা পান এবং সেই টাকা তিনি নিজেই নিয়ে আসেন। অথচ ফাতেমাকে নিয়ে সরকার জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।’

ফাতেমাকে নিয়ে আওয়ামী দুই তিনটি দলদাস মিডিয়া যে অপপ্রচার ছড়াচ্ছে প্যারোল নিয়ে তাদের সেই মিশন সফল হয়নি। এজন্যই  ওই মিডিয়াগুলো সরকারের নির্দেশে এ ধরনের নোংরা খেলায় মেতেছে বলে অভিযোগ করেন রিজভী।

এ সম্পর্কিত আরও খবর