ফায়ারম্যান সোহেলের মৃত্যুতে এরশাদের শোক

, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 06:20:47

রাজধানীর বনানীর এফআর টাওয়ারের আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত কুর্মিটোলা ফায়ার স্টেশনের কর্মী সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার (৮ এপ্রিল) এক শোক বার্তায় হুসেইন মুহম্মদ এরশাদ ফায়ার সার্ভিসের কর্মী সোহেল রানার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় এরশাদ বলেন, ‘গুরুতর আহত হওয়ার আগ পর্যন্ত সোহেল রানা জীবনের ঝুঁকি নিয়ে এফআর টাওয়ারের আগুনে আটকে পড়া মানুষের জীবন বাঁচিয়েছেন। মানুষের জীবন বাঁচাতে তার বিরোচিত আত্মদান এদেশের মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। মানবসেবায় সোহেল রানার সাহসী অবদান অক্ষয় হয়ে থাকবে, অনুপ্রাণীত করবে সবাইকে।’

শোকার্ত পরিবারের পাশে থাকতে সরকারের প্রতিও আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ।

পৃথক বার্তায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের ও বিরোধীদলীয় চিফ হুইপ ও পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

এ সম্পর্কিত আরও খবর