প্যারোল নয়, খালেদার মুক্তিতে আন্দোলনের ঘোষণা

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 06:39:41

প্যারোলে বা অনুকম্পায় নয়, আন্দোলনের মাধ্যমে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারাও।

রোববার (৭ এপ্রিল) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে নেতারা এ কথা জানান।

সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'আমরা প্যারোলের কথা বলিনি। আমরা জামিনে মুক্তির কথা বলেছি। তারা দেশনেত্রীকে (খালেদা জিয়া) আটক করে রেখেছে, কারণ তারা ভয় পায়। দেশকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে, দেশনেত্রীকে মুক্ত করতে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রীকে মুক্ত করে আনি।'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আদালতে সরকারের প্রভাব থাকায় দেশনেত্রীকে মুক্ত করা সম্ভব নয়। আইনজীবী হিসেবে আপনাদের বলবো, আইনি প্রক্রিয়ায় দেশনেত্রীকে মুক্ত করা সম্ভব হবে না। আপনারা যদি চান, একমাত্র আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা সম্ভব।'

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 'অনুকম্পা বা দয়ায় হবে না, আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে দেশনেত্রীকে। সময় আসবে, ঘোষণা আসবে, প্রস্তুতি নেন; দেশনেত্রীকে মুক্ত করা হবে।'

জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, 'আপস করে, দরকষাকষি করে খালেদা জিয়ার মুক্তি সন্মানজনক হবে না। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে, হলের মধ্যে স্লোগান দিলে হবে না, রাজপথের আন্দোলনে খালেদা জিয়া মুক্ত হবে। সারাদেশে ছড়িয়ে পড়ুন, সারাদেশ ঘেরাও করতে হবে। তবেই দেশনেত্রী মুক্ত হবেন।'

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'সময় বেশিদিন নাই। শেখ হাসিনা প্যারোলে মুক্তি নিয়েছেন, কিন্তু খালেদা জিয়া প্যারোল নেন নাই। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, খুব বেশিদিন নাই; আপনাদের নেতাকে জনগণের কাছে প্যারোল চাইতে হবে। জনগণের নেত্রী জনগণের মাঝে আসবে জনগণের আন্দোলনের মাধ্যমে। কারও অনুকম্পা চাই না।'

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 'নেতৃবৃন্দের কাছে আহবান- আসুন, হয় খালেদা জিয়াকে মুক্ত করবো আর না হয় আল্লাহর কসম! আমরা তার কাছে চলে যাব।'

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'দয়াতে খালেদা জিয়ার মুক্তি হবে না। কীভাবে রাস্তায় নামা যায়, সেটা ভাবতে হবে। রাস্তা দখল না করে ফুটপাত তো দখল করতে পারি। সময় এসেছে এগুলো ভেবে দেখার।'

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, 'আমাদের আত্মসমালোচনা করা দরকার। বন্ধ রুমে আগামী ১০০ বছর গণঅনশন কর্মসূচি করেও শেখ হাসিনাকে এক চুলও নড়ানো যাবে না। খালেদা জিয়াকেও মুক্ত করা যাবে না। তাই আরও শক্ত হতে হবে। প্যারোলে খালেদার মুক্তি হবে গণতন্ত্রের মৃত্যু। তাই আমি চাইব, আইয়ুব খানের আমলে রাওয়াল পিন্ডিতে বঙ্গবন্ধু যেমন প্যারোল নেন নাই, একইভাবে খালেদা জিয়া দ্বিতীয় দৃষ্টান্ত হবেন।'

পরে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতৃবৃন্দকে পানি পান করিয়ে ছয় ঘণ্টার অনশন শেষ করান।

আরও পড়ুন: আইনি প্রক্রিয়ায় খালেদার মুক্তি সম্ভব নয়: মওদুদ

এ সম্পর্কিত আরও খবর