বিএনপির গণঅনশনে ঐক্যফ্রন্টের সংহতি

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-31 22:41:01

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই গণঅনশন শুরু করেন বিএনপি নেতারা। পরে তাদের সাথে সংহতি জানিয়ে কর্মসূচিতে যোগ দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

গণঅনশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস-চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকমণ্ডলীর সদস্যসহ কেন্দ্র ও মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এছাড়া এ কর্মসূচিতে ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত গণঅনশন কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে।

আরও পড়ুন: খালেদার ‘সুচিকিৎসা’ ও মুক্তির দাবিতে 'ইনডোর' গণঅনশনে বিএনপি

এ সম্পর্কিত আরও খবর