খালেদা জিয়া ভালো নেই, দাবি বিএনপি নেতাদের

বিএনপি, রাজনীতি

শিহাবুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 10:25:00

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম দিন থেকেই বলে আসছেন খালেদা জিয়া ভালো আছেন। তাঁর চিকিৎসা চলছে।

কিন্তু বিএনপির নেতারা বলছেন, খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না, তিনি ভালো নেই। দরকার আরও উন্নত চিকিৎসার। এমনকি সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে সরকার লুকোচুরি খেলছে বলেও মনে করেন দলটির নেতারা।

বিএনপি নেতারা বলেছেন, খালেদা জিয়ার অমতে তাঁকে বিএসএমএমইউ নেওয়া হয়। খালেদা জিয়ার পছন্দ ইউনাইটেড হাসপাতাল, কিন্তু সেখানে তাঁকে নেওয়া হয়নি।

নেতারা বলছেন, খালেদা জিয়ার সাথে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না, সবার কাছ থেকে তাকে আলাদা করে রাখা হয়েছে। এতে তিনি প্রকৃত পক্ষে কেমন আছেন তা জানতে পারছেন না।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বার্তা২৪.কম-কে বলেন, 'হাসপাতালের ভেতরে তো আমাদের যেতে দেয় না, তবে তাঁর (খালেদা জিয়ার) খুব একটা উন্নতি হয়েছে এরকম কিছু শুনি নাই। ডাক্তারদের মাধ্যমেও কিছু জানতে পারিনি। আমাদের জানামতে, খুব উন্নত কিছু হয়নি।’

হাসপাতাল কর্তৃপক্ষ তো বলছেন, খালেদা জিয়া এখনকার চিকিৎসায় খুশি, ভালো আছেন- এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা (ডাক্তাররা) সবসময়ই এসব কথা বলেছেন।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা চিন্তা করে বিএনপি বাধ্য হয়েই খালেদা জিয়াকে বিএসএমএমইউ-তে নিয়েছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, 'ম্যাডাম (খালেদা জিয়া) আসলে খুব ভালো নেই। আমাদের বার বার বলার পরেও তাঁর পছন্দের হাসপাতালে নেওয়া হয় নাই। বাধ্য হয়েই বিএসএমএমইউ'তে নেওয়া হয়েছে। তার পছন্দের ডাক্তাদেরও চিকিৎসা দিতে দেওয়া হচ্ছে না। জোর করে সরকার সমর্থক চিকিৎসক দিয়ে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

‘খালেদা জিয়ার পছন্দের চিকিৎসক দিয়ে চিকিৎসা দিতে সমস্যা কী? শেখ হাসিনাও (প্রধানমন্ত্রী) তত্ত্বাবধায়ক সরকারের সময় স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সবার কাছ থেকে উনাকে (খালেদা জিয়া) আইসোলেটেড (আলাদা) করে রাখা হয়েছে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপি নেতাদের সাথে কিছুটা ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া সঠিক চিকিৎসা পাচ্ছেন, কিন্ত পর্যাপ্ত নয়। সরকারের উচিৎ মেডিক্যাল বোর্ডের আরও তিন জন চিকিৎসক অন্তর্ভুক্ত করা।’

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার শরীর খুবই খারাপ। প্রতিদিন কী হচ্ছে রুটিন মাফিক এটা দেশবাসীকে জানানো হচ্ছে না, কিন্তু এটা জানানো উচিৎ। আমাদের প্রত্যাশা তাঁর পছন্দ মতো হাসপাতাল, যেখানে তিনি যেতে চেয়েছেন সেখানে নেওয়া হোক।’

ড্যাব-এর সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, 'ম্যাডাম অসুস্থ, হাসপাতালে চিকিৎসা চলছে। নিউরোফিজিশিয়ান, ডায়াবেটিসের ডাক্তার, চোখের ডাক্তার উনাকে পরীক্ষা করেছেন। কিছু কিছু চিকিৎসায় পরিবর্তন এনেছে। উনার ব্যাথা কমছে না। ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে না। এজন্য মেডিক্যাল বোর্ড ফিজিওথেরাপিস্টদের সাথে কথা বলবেন।’

তিনি বলেন, ‘ম্যাডামের আরও উন্নত চিকিৎসা দরকার। কোনো হাসপাতালে সকল বিষয়ে সুচিকিৎসা দেওয়ার জন্য উপযুক্ত, এ কথা বলার কোনো বাস্তবতা নাই। আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসার কমতি আছে। ইউনাইটেড হাসপাতাল সকল বিষয়ের জন্যই উপযুক্ত। সত্যিকার অর্থে সঠিক চিকিৎসা পেলে উনি হাঁটতে পারতেন, নিজের কাজ গুলো নিজেই করতে পারতেন।'

এ সম্পর্কিত আরও খবর