হাসপাতাল ছাড়লেন কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-30 19:36:32

সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৫ এপ্রিল) বাংলাদেশ সময় পৌনে ২টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে একটি প্রাইভেট কারে উঠেন তিনি। এ সময় উপস্থিত সবার উদ্দেশে হাত নাড়ান তিনি।

সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফায়েজ বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল ছাড়ার মুহূর্তের একটি ভিডিও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন সেতু বিভাগের এ কর্মকর্তা।

এর আগে সড়ক ও সেতু বিভাগের উপ প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের জানিয়েছেন, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ ছাড়পত্র পাবেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছুদিন তিনি সিঙ্গাপুরে অবস্থান করবেন।

জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে সেখানে তাকে একটি ভাড়া বাসায় নেওয়া হবে। ওই বাসায় রেখে তার পরবর্তী চিকিৎসা চালানো হবে।

প্রসঙ্গত, গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়।

আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছেন কাদের

এ সম্পর্কিত আরও খবর