সড়ক দুর্ঘটনা দায়িত্বহীনতার ফসল: ড. কামাল

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 20:57:36

‘রাস্তায় সড়ক দুর্ঘটনা, অরাজকতা এবং বিশৃঙ্খলা সরকার ও সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার ফসল। এখন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনা মহামারিতে আকার ধারণ করেছে।’

শনিবার (২৩ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এসব কথা বলেন। ‘সড়কে নৈরাজ্য বন্ধ ও নিরাপদ সড়কের দাবি' শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে গণফোরাম।

ড. কামাল হোসেন বলেন, ‘দায়িত্বে অবহেলার কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে। দায়িত্বে অবহেলায় কারা দায়ী সেটা চিহ্নিত করতে হবে। প্রত্যেকবারই দুর্ঘটনার পর বলা হয় যে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু কোনোদিনই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রতিবছরই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে, বাড়তে বাড়তে একটা ভয়াবহ আকার ধারণ করেছে।’

এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণফোরামের পক্ষে ১৪ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর প্রসঙ্গে ড. কামাল বলেন, ‘আমাদের এ দাবিগুলো সরকার এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা গুরুত্ব দেবেন আশা করি। এ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া দরকার। সেখান থেকে আদেশ দেওয়া উচিত যে, সরকার ও পুলিশ যাদের যে দায়িত্ব দেওয়া আছে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করেন।’

বাংলাদেশের প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, ‘রাজনৈতিক প্রভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে না। এটা সুশাসনের ঘাটতি, সুশাসনের জন্য দরকার আইনের নিরপক্ষ প্রয়োগ। আইন তৈরি করা হয়, প্রয়োগ নিশ্চিত করতে। কিন্তু পুলিশ যদি অন্যভাবে প্রভাবিত হয়, তাদেরকে অন্যভাবে কেউ দুর্বল করে ফেলে, তখন সেই আইনের শাসন থেকে সরে গিয়ে অরাজকতা ঘটে। রাস্তায় গাড়ি একদিক থেকে আরেকদিক, আরেক দিক থেকে আরেক দিকে ছুটছে, মোটরসাইকেল চলছে, বিভিন্নভাবে এমন অবস্থা তৈরি করছে যে, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এগুলো অবহেলা এবং দায়িত্বহীনতার একটা ফসল। রাস্তাঘাটে চলার জন্য অনেক আইন আছে, আমি বলব সেই আইন মানা তো দূরের কথা, আইন অমান্য করা এখন মহামারী আকার ধারণ করেছে। এর বিরুদ্ধে পুলিশ যেমন দায়িত্ব পালন করবে, তেমনি নাগরিকদেরও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

গণফোরামের পক্ষে ১৪ দফা সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন দলটির সদস্য মেজর জেনারেল (অব) আমিন আমিন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলটির সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী, সদস্য অধ্যাপক আবু সাঈদ, হোসেন রশিদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর