'বহিষ্কার' তোয়াক্কা না করে শপথের পথে মনসুর-মোকাব্বির

বিএনপি, রাজনীতি

মুজাহিদুল ইসলাম,স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-20 22:37:16

একাদশ জাতীয় সংসদে সাংসদ হিসেবে শপথ নিতে স্পিকার ড. শিরীন শারমিনের কাছে চিঠি পাঠিয়েছেন গণফোরামের নির্বাচিত দুই বিজয়ী প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির হোসেন খান। তাদের শপথ নেয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চলছে নানা গুঞ্জন।

গণফোরাম সূত্র বলছে, দলের সিদ্ধান্ত কেউ শপথ নিবে না। নির্দেশনা অমান্য করে কেউ শপথ নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ প্রসঙ্গে গণফোরামের নির্বাচিত প্রার্থী মোকাব্বির হোসেন খান বার্তা২৪.কমকে বলেন, ‘শপথ নেয়ার বিষয়ে আমাদের বিভিন্ন ফোরামে আলোচনা হয়েছে। দু তিনজন ছাড়া সবাই সংসদে যাওয়ার পক্ষে ইতিবাচক মতামত দিয়েছে। সেই হিসেবে এটাকে বলা যায়, দলের আকাঙ্ক্ষার জন্যই আমি যাচ্ছি। এটা আমার নির্বাচনী এলাকার মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘প্রথমদিকে ড. কামাল হোসেনের উপস্থিতিতে যে আলোচনাগুলো হয়েছে, সেখানে পক্ষে বিপক্ষে মতামত দিয়েছে। দু তিনজন ছাড়া সবাই সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থান নিয়েছেন। সুতরাং উনি কি ভাবেন তা উনিই বলতে পারবেন।’

শপথ নিলে বহিষ্কার হতে পারেন এমন আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা এমন কথা বলছেন তাদেরকে বলেন তাদের যদি ক্ষমতা থাকে তাহলে ব্যবস্থা নিতে বলেন, কী নিতে পারে দেখি, তারা দেখুক কি করতে পারে।’ 

এ প্রসঙ্গে প্রেসক্লাবের এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ছিল আমরা যেহেতু নির্বাচন প্রত্যাখ্যান করেছি, সেহেতু বিএনপি এবং ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন কেউ শপথ নেবেন না। এখন শুনছি ঐক্যফ্রন্টের দুইজন সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা শপথ নিলে আমরা আমাদের যে বিধি বিধান আছে এবং ঐক্যফ্রন্টের যে সিদ্ধান্ত আছে সেই পেক্ষাপটে ব্যবস্থা গ্রহণ করব।

এর পেক্ষিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের এ সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম ঐক্যফ্রন্টের নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে তারা সংসদে আসুক। তাদের শপথ গ্রহণে বাধা দিচ্ছেন কেন। তাদের বাধা দেয়া গণতান্ত্রিক অধিকার হতে পারে না। তারা তো জনগণের ভোটে নির্বাচিত। তারা সংসদে এসে আপনাদের পক্ষে কথা বলুক।

এ সম্পর্কিত আরও খবর