অগ্নিকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত চায় গণফোরাম

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 19:40:12

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে গণফোরাম। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানান।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, দেশবাসী যখন মহান একুশে ফেব্রুয়ারির জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তার আগ মুহূর্তে চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক ও হৃদয়বিদারক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পার্শ্ববর্তী ভবন সমূহে অগ্নিকাণ্ডে প্রায় ৮০ জন নারী-পুরুষ ও শিশুর মৃত্যু হয়। শত শত আহত ও কয়েকশ কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়।

এ ঘটনায় অনতিবিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানায় গণফোরাম। একইসঙ্গে, অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিদের পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানান দলটির শীর্ষ দুই নেতা।

এছাড়াও, আহতদের দ্রুত চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত নির্দোষ ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানায় গণফোরাম।

এ সম্পর্কিত আরও খবর