জামায়াতের ক্ষমা চাওয়ার ব্যাপারটিকে স্বাগত জানাই: ড. কামাল

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 02:46:51

মহান স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামির ভূমিকা নিয়ে দলটির এক নেতা জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন। এ ব্যাপারটিকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন স্বাগত জানিয়েছেন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জোটটির স্টিয়ারিং কমিটির সদস্যদের এক বৈঠক হয়। এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। 

এ সময় জানানো হয়, একাদশ সংসদ নির্বাচন নিয়ে গণশুনানি ২৪ তারিখ থেকে এগিয়ে ২২ ফেব্রুয়ারি করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। শুনানিতে জামায়াতের কোনো

প্রার্থীকে রাখা হবে না। এ সময় জোটটের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সরকার তাদের গণশুনানি আয়োজন করতে কৌশলে বাধা দিচ্ছে।

ড. কামাল হোসেন বলেন, ‘সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে শুনানি হবে। জায়গা পাওয়া যাচ্ছিল না, তাই দুই দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে।’

জাতির কাছে জামায়াতের ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি সামনে নিয়ে আসলে তিনি বলেন, ‘ক্ষমা চাওয়ার ব্যাপারটিকে আমি স্বাগত জানাই।’

তবে জামায়াতের প্রার্থীদের শুনানিতে আমন্ত্রণ জানানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোটের নেতা ও জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে যে সকল দল রয়েছে সকল দল এবং প্রগতিশীল ও বাম জোটের প্রার্থীদের আমন্ত্রণ জানানো হবে।’

এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কোনো জায়গাতে হল পাওয়া যাচ্ছে না, সরকার মিটিং করতে দিচ্ছে না।’

এ সম্পর্কিত আরও খবর