বিরোধী দলগুলো শক্তিশালী থাকুক: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 06:35:26

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপিসহ আমাদের বিরুদ্ধে রাজনীতি যারা করে, আমরা চাই, তারা শক্তিশালী থাকুক। এটি আওয়ামী লীগ চায়, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার চায়। আমরা চাই, তারা (বিরোধীরা) আামাদের গঠনমূলক সমালোচনা করুক।’

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে প্রচার উপ-কমিটির সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সমালোচনা সমাদৃত করার রাজনীতি করে। আমরা চাই, তারা (বিএনপি) সংসদে এসে সমালোচনা করুক। আমরা মনে করি, সমালোচনা যে কোনো কাজকে শাণিত করে, পরিশুদ্ধ করে। কিন্তু বিএনপি সেই পথ অনুসরণ না করে নিজেদের দুর্বল করার আত্মহননের পথ বেছে নিয়েছে।'

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, বিএনপির বিরুদ্ধে কারো ষড়যন্ত্রের প্রয়োজন নেই, তারা নির্বাচন থেকে সরে আসার মতো আত্নহননের পথ বেছে নেওয়ায় দুর্বল হয়ে গেছে। বিএনপি যে রকম করে নির্বাচন থেকে সরে আাসা ও সংসদে না যাওয়ার পথ বেছে নিয়েছে, এতে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো প্রয়োজন নেই।

এরপরে আর প্রধানমন্ত্রী হবেন না, শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাই বলুক না কেন, দেশের জনগণ চায়, তিনি প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্ব দিক। জনগণ তাঁর সাথ আছে।

তিনি বলেন, দলের প্রত্যেক নেতাকর্মী চায় শেখ হাসিনা আওয়ামী লীগকে নেতৃত্ব দিক; আওয়ামী লীগে তাঁর কোনো বিকল্প নেই, দেশে বিকল্প নেই। দেশের মানুষ চায়, তিনি অব্যাহতভাবে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, ভবিষতে দেশকে এগিয়ে নিতে নেতৃত্ব দিক।'

এ সম্পর্কিত আরও খবর