ডাকসু নির্বাচনে ছাত্রলীগকে জেতাতে ঐক্যবদ্ধ সংগঠনের সাবেকরা

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 10:21:45

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের প্যানেলকে বিজয়ী করতে কার্যকর উদ্যাগ নিতে ঐক্যবদ্ধ সংগঠনটির সাবেক নেতারা।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের এক মতবিনিময় সভায় এ মত দেন তারা।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, 'ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অছাত্রদের আনাগোনা শুরু হয়েছে। অছাত্ররা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাগাড়ম্বর করছে। প্রধানমন্ত্রী চান ডাকসু নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের সৃষ্টি হোক, সেটা আমরাও চাই।’

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, 'ছাত্র রাজনীতির ইতিবাচক দিক বিবেচনা করেই ডাকসুতে জয় পেতে হবে ছাত্রলীগকে। আগে রাজনীতিতে জিততে হবে, তাহলেই ডাকসুতে জয় পাওয়া সম্ভব। রাজনীতিতে না জিততে পারলে ভোটে জেতা যায় না।'

ডাকসুর সাবে ভিপি, আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০ ভাগ ছাত্র হলে থাকেন, আর চল্লিশ ভাগ ছাত্র ঢাকা শহর ও আশেপাশের শহরে থাকেন। ছাত্রলীগের সাবেক নেতাদের তাদের সঙ্গে সেতুবন্ধন সৃষ্টি করতে হবে।’

ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ভোটারের মধ্যে ১০ হাজারেরও বেশি ছাত্রলীগের লিস্টেড পদধারী নেতাকর্মী আছেন। সুতরাং ঐক্যবদ্ধ ছাত্রলীগকে কেউ ডাকসুতে হারাতে পারবে না।'

সভায় সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে আরও বক্তব্য রাখেন খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, ইকবাল হোসেন অপু, গোলাম রাব্বানী চিনু, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি, আব্দুস সবুর, আফজাল হোসেন, লিয়াকত শিকদার, বদিউজ্জামান সোহাগ, সাইফুর রহমান সোহাগ, মাহফুজুল হায়দার রোটন, এস এম জাকির হোসাইন প্রমুখ।

ছাত্রলীগের বর্তমান সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীও এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত আরও খবর