শরিকরা বিরোধী দলে গেলে ভালো: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-22 14:38:23

সংসদীয় বিরোধী দল গঠনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলো বিরোধী দলে গেলে আওয়ামী লীগ ও শরিক দলের জন্য ভালো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে একাদশ সংসদে নির্বাচনের বিজয় সমাবেশের প্রস্তুতি পরিদর্শন করে সাংবাদিকদেরকে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, তারা (১৪ দলীয় শরিক দলগুলো) তো বিরোধী দলের থাকবেন বলে অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন। আমার মনে হয়, তারা বিরোধী দলে থাকলে তাদের জন্য ভালো, আমাদের জন্যও ভালো।'

১৪ দলীয় জোট রাজনৈতিক জোট, নির্বাচনী জোট আর রাজনৈতিক জোট এটা ভিন্ন জিনিস বলেও উল্লেখ করেন কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, '১৪ দলের সাথে আমাদের (আওয়ামী লীগ) যে সম্পর্ক রয়েছে  সেটা হচ্ছে রাজনৈতিক জোট। মহাজোট নামের যে বৃহত্তর সেটা কিন্তু নির্বাচনী ঐক্য। কাজেই ১৪ দলের সাথে আমাদের সম্পর্ক থাকবেই।'

বিজয় সমাবেশের প্রস্তুতি শেষের দিকে জানিয়ে কাদের বলেন, 'প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে মাঝে একদিন বাকি। বিজয় উপলক্ষে আমাদের মঞ্চ সাজসজ্জা প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ঢাকা এবং ঢাকার আশপাশে বিভিন্ন শাখা এবং পার্টির নেতাকর্মীরা প্রস্তুত। বিশাল বিজয়ের পর বিশাল সমাবেশ হবে। বিশাল বিজয় পরে আমরা সেভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করিনি। আমরা আমাদের নেত্রীর নির্দেশে আনন্দ মিছিল ও অন্যান্য ছোট খাটো উৎসব পরিহার করেছি। আমরা সংযম সহিষ্ণুতা প্রদর্শন করেছি।'

এ সম্পর্কিত আরও খবর