লুটতরাজ, লুন্ঠনে দেশের অর্থনীতি এখন খালি : গয়েশ্বর

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, ঢাকা | 2024-03-26 12:25:06

লুটতরাজ, লুন্ঠনের মধ্য দিয়ে দেশের অর্থনীতি এখন খালি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (২৬ মার্চ) চন্দ্রীমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। তিনি সাধারণ মানুষকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। যে কারণে দেশ স্বাধীন হয়েছে, আজ স্বাধীনতার ৫৩ বছর পরেও দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র রক্ষা করার জন্য আমাদের লড়াই চলমান থাকবে।

তিনি আরও বলেন, দেশে মানুষের কোনও মৌলিক অধিকার নেই, বাকস্বাধীনতা নেই, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি। দ্রব্য-মূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে।

এ সম্পর্কিত আরও খবর