‘বিএনপির উচিত সংসদে এসে সঠিক ভূমিকা রাখা’

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-18 12:36:57

যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর একটি বক্তব্য প্রতিধ্বনি করে আমিও বলব বিএনপির উচিত হবে সংসদে এসে তাদের সঠিক ভূমিকা রাখা। নিজেদের ভুলত্রুটি এবং সরকারের ভুলত্রুটি সম্পর্কে সংসদে সাহসী উচ্চারণের মাধ্যমে বিএনপি সঠিক ভূমিকা রাখতে পারে। এটা ভবিষ্যতে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি চর্চার জন্য অপরিহার্য।’

রোববার (১৩ জানুয়ারি) বিকেল তিনটায় তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে বিকল্পধারা মহাসচিব সাংসদ মেজর আবদুল মান্নান এবং দলের প্রেসিডিয়াম সদস্য সাংসদ মাহী বি. চৌধুরীরকে সংবর্ধনা দেওয়া হয়। বিকল্প যুবধারার উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিকল্পধারার প্রেসিডেন্ট এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সঠিকভাবে গণতন্ত্রের চর্চা না হলে এবং সংসদকে গণতান্ত্রিক চর্চার মূল কেন্দ্র হিসেবে প্রমাণিত করতে না পারলে, সংসদে যোগদান না করলে, একদিকে যেমন বিরোধী দলের ভবিষ্যৎ, অন্যদিকে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে।’

সংবর্ধনা অনুষ্ঠানে মাহী বি. চৌধুরী বলেন, ‘আমাদের এখনো সংবর্ধনা পাওয়ার সময় আসেনি। সবে নতুন যাত্রা শুরু। বিগত ১৪ বছরের না বলতে দেওয়া কথা সংসদে বলতে না পারার আগ পর্যন্ত এবং বিএনপির কাছ থেকে জবাব না পেলে আমরা বিশ্রাম নেব না।’

তিনি আরও বলেন, ‘এদিকে ড. কামাল হোসেন বলেছেন- তিনি জামায়াতের সঙ্গে রাজনীতি করবেন না। বিলম্ব হলেও আমাদের সঙ্গে ঐকমত্য পোষণ করার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

মেজর আবদুল মান্নান বলেন, ‘আমাকে ২০ দলীয় জোট তাদের দলে আটকে রাখতে চাপ প্রয়োগ করেছে। কিন্তু আমি সেই বাধা পার করে স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে যুক্ত হয়েছি। বিকল্পধারার নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানাচ্ছি।’

বিকল্প যুবধারার সভাপতি উপাধ্যক্ষ মো. আসাদুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিকল্প ধারার সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, আবু সুফিয়ান অবাইদুল রহমান, মাহি উদ্দিন আহাম্মেদ, ফারুক হোসেন সানি, এস আর ইলিয়াস।

বিকল্প যুবধারার সাধারণ সম্পাদক মো. মোস্তফার পরিচালনায় বিকল্প ধারার ছাত্র ও যুব সংগঠনগুলো অনুষ্ঠানে অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর