সংসদের বাইরেও বিরোধীদল থাকতে পারে: খালেদা জিয়া

বিএনপি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 23:21:04

সংসদের বাইরেও জনগণের পক্ষে বিরোধীদল থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তিনি বলেছেন, ‘সংসদের বাইরেও জনগণের পক্ষে বিরোধীদল থাকতে পারে।'

রোববার (১৩ জানুয়ারি) নাইকো মামলার শুনানিতে এসে তিনি এ কথা বলেন।

এর আগে নাইকো মামলার শুনানিকে কেন্দ্র করে দুপুর ১২টায় খালেদা জিয়া আদালতে এসে পৌঁছান। তিনি আসার পর আদালতের কার্যক্রম শুরু হয়।

এদিন মামলার আসামি সেলিম ভুইয়া, সিএম ইউসুফ ও গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে চার্জ শুনানি শেষ হয়। মওদুদ আহমেদের পক্ষে আংশিক চার্জ শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানির সময়, ‘বিএনপি বিরোধী দলেও নেয়’ কেও কেও এ কথা বলে উঠলে খালদা জিয়া এ মন্তব্য করেন। এছাড়া আদালতে তিনি আর কোন কথা বলেননি। শুনানির সম্পূর্ণ সময়টা চুপ ছিলেন।

উল্লেখ্য, নাইকো মামলার শুনানির জন্য ফের দিন ধার্য করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর