বিদ্যুৎ-জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিএনপির নিন্দা

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-03-09 13:49:30

বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি। এসময় বিদ্যুৎ, জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে নিন্দা জানায় দলটি।

শনিবার (৯ মার্চ) সকাল ১১ টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র উদ্যোগে নয়াপল্টনসহ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি শুরু করে দলটি।

লিফলেট কর্মসূচিতে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অব্যাহত মূল্যবৃদ্ধিতে যখন জনগণের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, তখন সরকার প্রধান থেকে শুরু করে সরকারের মন্ত্রীদের নির্মম রসিকতা জনগণকে ক্ষুব্ধ করছে।

বক্তারা আরও বলেন, জনগণের ভাতের অভাব নেই, ৪ কোটি মানুষের কেনার ক্ষমতা ইউরোপের সমান কিংবা গ্রামের মেয়েরা ৩ বার ঠোঁটে লিপস্টিক লাগায়-এসব মন্তব্য শুধু জনগণের ভোট ছাড়াই জোর করে ক্ষমতা দখলকারী সরকারের মুখেই মানায়। সরকারের কথাতেই প্রমাণ হয় যে, তাদের ভাষায় ৪ কোটি মানুষের কেনার ক্ষমতা বেশি বলে ১৩/১৪ কোটি মানুষের করুণ অবস্থায় তাদের কোন মাথা ব্যথা নেই।

প্রতিষ্ঠিত বেসরকারি সংগঠনগুলোর জরিপে দেখা যায় যে, করোনার আগে দরিদ্র থাকা আড়াই কোটি মানুষের সাথে মহামারির পর আরও অন্তত আড়াই থেকে তিন কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন। এই ৫ থেকে সাড়ে ৫ কোটি দরিদ্র মানুষের কতজন টিসিবি'র পণ্য কিনতে পারে? অবশিষ্ট কোটি কোটি মানুষ যে অনাহারে, অর্ধাহারে এবং ঋণ করে বেঁচে থাকার চেষ্টা করছেন তার খবর সরকার রাখে না।

দ্রব্যমূল্য ও জ্বালানির ঊর্ধ্বগতির বিষয়ে সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটর সদস্য মির্জা আব্বাস বলেন, নাটকীয়ভাবে দেশ পরিচালনা করছে শেখ হাসিনা। নির্বাচনের আগে আমাদের বন্দি করে একতরফা নির্বাচন করেছে। এখন দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিসহ জ্বালানিদ্রব্যের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা জানাই।

লিফলেট বিতরণ কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামসহ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর