চমৎকার মন্ত্রিসভা হয়েছে: তোফায়েল

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-23 13:42:17

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চমৎকার একটি মন্ত্রিসভা গঠন করেছেন বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, 'আমরা তো ছিলামই। নতুনদেরও জায়গা করে দিতে হবে। যারা মন্ত্রিত্ব লাভ করতে যাচ্ছেন সবাই চমৎকার মানুষ, সৎ। এটা তাদের প্রাপ্য।'

সোমবার (৭ জানুয়ারি) সচিবালয়ে নিজের মন্ত্রিত্বের বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'সংসদ সদস্য হিসেবেও ভালো ভূমিকা রাখা যায়। আমার কাছে সংসদ সদস্য পদই বড়। সংসদে থেকে দেশের উন্নয়নে কাজ করে যেতে চাই।'

নিজের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বর্ণনা দিয়ে তোফায়েল বলেন, ‘২৮ বছর বয়সে প্রথম প্রতিমন্ত্রীর মর্যাদায় রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর পলিটিকাল সেক্রেটারি নিযুক্ত হয়েছিলাম। পরবর্তীতে ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিশেষ সহকারী ছিলাম। এর ২১ বছর পর ৯৬ সালের ২৩ জুলাই শপথ নিয়ে ২৪ জুলাই সচিবালয়ে এসেছি। দীর্ঘ ৯ বছর আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। আমি পাঁচবার ডব্লুটিও’র (ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) কনফারেন্সে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছি।'

সৈয়দ আশরাফের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের এই শুভক্ষণে সৈয়দ আশরাফ নেই, এটা আমাদের দুর্ভাগ্য। সৈয়দ আশরাফের জায়গা অন্য কাউকে দিয়ে পূরণ করা সম্ভব নয়।’

আগামী ৫ বছর বাংলাদেশে অর্থনৈতিক বিজয় অর্জিত হবে আশা প্রকাশ করে তিনি বলেন, '২০২০ সালে বঙ্গবন্ধুর শততম জন্মদিন এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা জমজমাটভাবে উদযাপন করব। ২০৩০ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২৬ তম অর্থনৈতিক দেশ।'

এ সম্পর্কিত আরও খবর