বিএনপি’র নির্বাহী কমিটির সভায় তারেক জিয়ার ভিডিও বার্তা

বিএনপি, রাজনীতি

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-31 16:02:05

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া লন্ডন থেকে ভিডিওবার্তা দিয়েছেন। শনিবার ঢাকার লে মেরিডিয়ান হোটেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। জাতীয় নির্বাহী কমিটির সভায় খালেদা জিয়ার বক্তব্যের আগে তারেকের ভিডিও বক্তব্য দেখানো হয়। সেখানে তিনি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনার পাশাপাশি দুর্নীতি মামলার রায় নিয়েও কথা বলেন। লন্ডনে যাওয়ার পরের বছর ২০০৯ সালের ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির পঞ্চম কাউন্সিলে ভিডিও বক্তব্য নিয়ে যুক্ত হয়েছিলেন তারেক। ওই কাউন্সিলে তিনি দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ কাউন্সিলেও একই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি পুনর্নির্বাচিত হন। সেখানেও তারেকের ভিডিও বক্তব্য প্রচার করা হয়। শেখ হাসিনা হত্যাচেষ্টাসহ অনেক মামলা মাথায় নিয়ে লন্ডনে থাকা তারেক ইতিহাসের মীমাংসিত কিছু বিষয় নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার পর তার বক্তব্য গণমাধ্যমে প্রচার-প্রকাশের উপর আদালতের নিষেধাজ্ঞা আসে। ওয়ান-ইলেভেনের সময় গ্রেপ্তার তারেক ২০০৮ সালে মুক্তির পর থেকে সপরিবারে যুক্তরাজ্যে রয়েছেন। আদালতের বিচারে ‘পলাতক’ তারেকের বিরুদ্ধে মুদ্রাপাচারের এক মামলায় সাত বছর কারাদণ্ডের রায়ও এসেছে হাই কোর্ট থেকে।

এ সম্পর্কিত আরও খবর