‘নৌকাই বঙ্গবন্ধুর কর্মীদের শেষ ঠিকানা’

আওয়ামী লীগ, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো | 2024-01-04 22:37:42

মান-অভিমান থাকলেও নৌকাই বঙ্গবন্ধুর কর্মীদের শেষ ঠিকানা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান মিতা। তিনি বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন-তাঁরা কখনো নৌকার সঙ্গে বেইমানি করেন না। তাঁরা সব ভুলত্রুটি ক্ষমা করতে জানেন। রাগ-অভিমান ভুলে দিনশেষে নৌকাতেই ভোট দেন।'

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে সন্দ্বীপের মগধরা, মাইটভাঙা ও সারিকাইত ইউনিয়নে প্রচারণার শেষদিনে গণসংযোগে এই মন্তব্য করেন মাহফুজুর রহমান মিতা।

গণসংযোগের সময়ই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদের কথা জানিয়ে মিতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি গত দশ বছরে সন্দ্বীপে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। দ্বীপ বলতে অন্যান্য অঞ্চলের মানুষ মনে করেন অবহেলিত, অনেক ক্ষেত্রে পিছিয়ে। কিন্তু আমার উপজেলা দ্বীপাঞ্চল হলেও অন্যান্য উপজেলার চেয়ে বহুগুণ এগিয়ে। গত ১০ বছর সচিবালয়ের এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করেছি আমার দ্বীপবাসীর উন্নয়নের জন্য। সেজন্য আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত।

সন্দ্বীপে স্বতন্ত্র প্রার্থী থাকলেও সেটিকে চ্যালেঞ্জ মনে করছেন না মাহফুজুর রহমান মিতা। তিনি বলেন, ‘আমাদের আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ সুসংগঠিত। কিন্তু স্বতন্ত্র প্রার্থীকে আমি কোনো চ্যালেঞ্জ মনে করি না। কেননা মানুষই আমার শক্তি। তাঁরাই নিজেদের উন্নয়নের জন্য আমাকে আবারও জয়ী করে সংসদে পাঠাবেন।’

কর্মী আর জনবান্ধব বলেই বারবার তাঁকে প্রধানমন্ত্রী নৌকা উপহার দিচ্ছেন বলে জানিয়েছেন মাহফুজুর রহমান মিতা। তিনি বলেন, ‘অনেকেই নৌকা প্রতীক চেয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী সবকিছু বিবেচনা করে আমাকে আবারও নৌকা প্রতীক তুলে দিয়েছেন। কেননা যতবার তিনি আমাকে নৌকা দিয়েছেন, প্রতিবার আমার জনগণ প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিয়েছেন।’

গণসংযোগের সময় মিতার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মগধরা ইউনিয়নের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, সারিকাইত ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম ফনির প্রমুখ।

 

 

এ সম্পর্কিত আরও খবর