রওশনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে জাপার এমপিরা

বিবিধ, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 14:08:47

শপথ শেষে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন জাতীয় পার্টির ২১ জন সংসদ সদস্য। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় দশম সংসদের বিরোধীদল নেতা রওশন এরশাদের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে চূড়ান্ত হবে পার্টির সংসদীয় দলের নেতা এবং সংসদে জাপার ভূমিকা কি হবে। তারা আগের মতো একই সঙ্গে সরকার ও বিরোধীদলে থাকবে না শুধু বিরোধীদলে থাকবে।

বৈঠকে উপস্থিত আছেন নীলফামারী-৩ আসনের এমপি রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান, লালমনিরহাট-৩ আসনের এমপি জিএম কাদের, রংপুর-১ আসনের এমপি মশিউর রহমান রাঙ্গা, কুড়িগ্রাম-২ আসনের এমপি পনিরউদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ আসনের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, পিরোজপুর-৩ আসনের এমপি রুস্তম আলী ফরাজী, ময়মনসিংহ-৪ আসনের এমপি রওশন এরশাদ, ময়মনসিংহ-৮ আসনের এমপি ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ আসনের এমপি মুজিবুল হক চুন্নু, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান, ফেনী-৩ আসনের এমপি মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনের এমপি আনিসুল ইসলাম মাহমুদ, ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬ আসনের এমপি কাজী ফিরোজ রশিদ, বরিশাল-৬ আসনের এমপি রত্না আমিন হাওলাদারর, বরিশাল-২ আসনের এমপি গোলাম কিবরিয়া টিপু (জাপার উম্মুক্ত প্রার্থী), বগুড়া-২ আসনের এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ আসনের এমপি নুরুল ইসলাম তালুকদার।

এ সম্পর্কিত আরও খবর