ইউএনও-ওসি পদে রদবদলের সিদ্ধান্ত ইতিবাচক: চুন্নু

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-12-02 13:30:15

সারাদেশে ইউএনও এবং ওসি পদে রদবদলের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় পার্টি। একে ভালো লক্ষণ বলে মন্তব্য করেছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে বার্তা২৪.কমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, এখনও কিছু বলার মতো সময় হয় নি। আরও কিছু সময় যাক তারপর বলা যাবে নির্বাচনী পরিবেশ নিয়ে। ইউএনও-ওসি পদে রদবদলের যে উদ্যোগ নিয়েছে ইসি, তাকে ইতিবাচক মনে হচ্ছে। এসব কর্মকর্তা অনেকদিন ধরে ওই জায়গায় থাকায় স্থানীয়দের সঙ্গে সখ্যতা রয়েছে। নির্বাচনকে প্রভাবিত করার সম্ভাবনা ছিল, তারা চলে গেলে নির্বাচনের জন্য ভালো হবে। তবে এটাও ঠিক বদলি করার পর যারা যাবে তারাও ওদের (আওয়ামী লীগ) লোকই।

নির্বাচন কমিশন ৩০ নভেম্বর এক আদেশে পর্যায়ক্রমে সারাদেশে ওসি পদে রদবদল করতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রথম পর্যায়ে যেসব থানার ওসির বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরিকাল সম্পন্ন হয়েছে, তাদের অন্য জায়গায় বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন।

অন্যদিকে একই উপজেলায় যারা এক বছর কিংবা এর বেশি সময় ধরে নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন, প্রথম ধাপে তাদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবারের (৩০ নভেম্বর) ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান ওই নির্দেশনাটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর