কোনো কমিশনার একক নির্দেশনা দিতে পারেন না: এইচ টি ইমাম

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 04:02:54

নির্বাচন কমিশনের (ইসি) কোনো কমিশনার এককভাবে কোনো নির্দেশনা দিতে পারেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।

তিনি বলেছেন, ‘সকালে গণমাধ্যমে একজন কমিশনারের বক্তব্য শুনেছি। আমরা নিজেরাই হচকচিত হয়ে গেছি। একজন কমিশনার এককভাবে কোনো নির্দেশনা দিতে পারেন না। যা সিদ্ধান্ত হবে সে বিষয়ে নির্দেশ দেবে কমিশন।’

‘প্রধান নির্বাচন কমিশনার সে সিদ্ধান্ত জানাবেন। কমিশন থেকে বের হয়ে আরেকজন ব্যক্তিগত মত দেবে তা গ্রহণযোগ্য নয়। তবে চেইন অব কমান্ড মানা হচ্ছে না সেটি আমরা মনে করি না।’

বুধবার (২৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধিদলের বৈঠক শেষে এ দলের প্রধান এইচ টি ইমাম এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অর্থ ও পেশীশক্তি নিয়ন্ত্রণ করতে পারলে নির্বাচন সুষ্ঠু হয়। পেশীশক্তি নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন। সেটা নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু অর্থের বিষয়টি নিয়ন্ত্রণ করা দরকার। গতকালও বড় একটি চালান এসেছে হুন্ডির মাধ্যমে। নির্বাচনের আগের দিন ও পরের দিন টাকা লেনদেন নিয়ন্ত্রণ করা যায় কিনা, সেটি দেখার জন্য কমিশনকে বলেছি। ভোট কেনা বেচায় এটি ব্যবহৃত হতে পারে।’

এইচ টি ইমাম বলেন, ‘এনজিও পর্যবেক্ষণ ব্যুরো থেকে দেখলাম ১১৯টির মধ্যে ৭৫টির নিবন্ধন নেই। অধিকারের বিষয়ে মামলা আছে, এনজিও ব্যুরো বলছে তাদের নিবন্ধন নেই। তাদের আচরণ ও কথাবার্তায় তারা বিকৃত তথ্য দিয়েছে, যেগুলো রীতিমত নির্বাচন কমিশন নয় রাষ্ট্রের জন্য অপমানজনক।’

তিনি আরও বলেন, ‘যানবাহন চলাচল শিথিলতা করতে বলেছি। সাংবাদিকদের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে ও মোটরসাইকেলের জন্য যাতে পাসের ব্যবস্থা করা হয় সেটির অনুরোধ জানিয়েছি। এছাড়াও আমাদের ও সাধারণ মানুষের চলাচলের জন্য শিথিলতা চেয়েছি। কারণ আমাদের কমিশনে আসতে হবে এবং অন্যান্য জায়গায় চলাচল করতে হবে।’

ঐক্যফন্টের সঙ্গে কমিশনের বৈঠকের বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কমিশনকে বলেছি আপনারা সবচেয়ে উঁচু প্রতিষ্ঠান। আমরা টেবিলও চাপড়াবো না আর ধমকও দেবো না।’

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্য নির্বাচহী সদস্য রিয়াজুল কবির কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর