পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আফজাল হোসেন

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-10-30 19:47:09

পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২১ অক্টোবর পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

শূন্য হওয়া আসনটিতে গত ২৪ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ৯ নভেম্বর। আর ভোটগ্রহণ ২৬ নভেম্বর।

বর্তমান জাতীয় সংসদের মেয়াদ শেষের দিকে। আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে কারণে এ আসনে উপনির্বাচনে যিনি নির্বাচিত হবেন, তিনি শপথ গ্রহণ করলেও সংসদে বসার সুযোগ পাবেন না।

এ সম্পর্কিত আরও খবর