‘বিএনপির সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কার্যক্রমের টার্গেট গণমাধ্যম’

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-10-29 15:19:22

বিএনপি তাদের সন্ত্রাসী, ধ্বংসাত্মক ও আগ্রাসী কার্যক্রমে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের টার্গেট বানায় বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানী গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিএনপি-জামায়াতের হরতাল বিরোধী অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘তাদের (বিএনপি) আরেক টার্গেট বিচার বিভাগ। সে জন্যে কাল প্রধান বিচারপতির বাড়িকে তারা টার্গেট করেছে। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ২১ হাজার নেতাকর্মীকে হত্যাসহ মোট ২৫ হাজার মানুষকে হত্যা করেছে।’

যুবলীগের সভাপতি বলেন, ‘বিএনপি নৌকার ভোটারদের চিহ্নিত করে হত্যা কাণ্ড চালিয়েছে। গ্রামের পর গ্রামে তারা নির্যাতন করেছে। নির্যাতনের শিকার যারা তারা যেন বিচার চাইতে না পারে সে জন্য তাদের এই আগ্রাসন। ঝালকাঠিতে দুই বিচারককে তারা হত্যা করেছে। যেন মানুষ বিচার চাইতে না পারে তাই তারা গণতন্ত্রের মূল ভিত্তি যেসব প্রতিষ্ঠান সেখানে হামলা করে। কারণ তারা স্বাধীনতা বিরোধী শক্তি।’

যুবলীগ সারা দেশে সতর্ক অবস্থান নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই অপশক্তি যদি আবার জনগণের গায়ে হাত তুলে তাহলে যুবলীগ প্রস্তুত আছে। তাদের মোকাবেলা করার জন্য যুবলীগ রাজপথেই থাকবে।’

শেখ পরশ বলেন, ‘বিএনপি বিভিন্ন উপায়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের ক্ষমতা খাওয়াই দিতে হবে আমাদের। আওয়ামী লীগ এখন আর খাওয়াই দেয়ায় বিশ্বাস করে না।’ এইসময় বিএনপির প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘জাতীয় পার্টির সাথে আমাদের মিলায়েন না। আপনারা দুইটা ককটেল মাইরা আওয়ামী লীগকে বসায় বসায় দিবেন সেই দল আমরা না। আমাদের বয়স ৭৫ বছর। আওয়ামী লীগ রাজপথে থাকতে থাকতে বুড়া হয়ে গেছে।’

তিনি বলেন, ‘আওয়ামীলীগ ভাষা আন্দোলন, কৃষক আন্দোলন করে জনগণের মাঝ থেকে উৎপত্তি হয়েছে। কেন শেখ হাসিনা ক্ষমতা ছাড়বে? শেখ হাসিনা কি ভেসে আসছে। আমরা কি ভেসে আসছি? আমরা নির্বাচনের মাধ্যমে আসছি। গণতন্ত্র ধারা অব্যাহত আছে। নির্বাচনে এসে দেখান আপনাদের কত শক্তি। কূট-কৌশল করে আওয়ামী লীগ কে হারানো যায় না, যাবে না।’

যুবলীগের সভাপতি বলেন, ‘যতদিন আমাদের ধমনীতে মুক্তিযোদ্ধাদের রক্ত বহমান আপনাদের ঐ উদ্দেশ্য সাধন হবে না। আমরা মুক্তিযোদ্ধার সন্তান। ৭১-এ আমাদের পিতারা অস্ত্র হাতে নিয়ে পাকহানাদার, রাজাকার ও তার দোসরদের পরাজিত করেছে। তাদের শায়েস্তা করেছে। আমাদের ধমনীতে যতদিন সেই রক্ত আছে দরকার হলে আরেকটা মুক্তিযুদ্ধ করে তার মোকাবেলা করবো, ইনশাআল্লাহ।’

এ সম্পর্কিত আরও খবর