সেনাবাহিনীর ওপর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব অর্পণের দাবি

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম | 2023-08-23 09:33:27

সেনাবাহিনী মোতায়েন হওয়ায় জনগণের মনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

একসঙ্গে নির্বাচনকালীন সময়ের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পুরোপুরি দায়িত্ব সেনাবাহিনীকে অর্পণের দাবিও জানান তিনি।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে খুলনা বিএনপি কার্যালয়ে একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় ঐক্যফ্রন্ট খুলনা মহানগর শাখা আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসব দাবি করেন।

প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, 'পুলিশ ও ডিবি ক্ষমতাসীনদের জেতানোর মিশন বাস্তবায়নে কাজ করছে। ভোটের মাত্র পাঁচ দিন আগেও ধানের শীষের কর্মীদের গণগ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশির নামে ভাংচুর-তাণ্ডব চালানো, হুমকি ভয়ভীতি প্রদান, গায়েবি মামলায় তাড়াহুড়া করে চার্জশিট দিয়ে শত শত নেতাকর্মীকে আসামি করা হচ্ছে। নির্বাচনী দায়িত্ব পালনে আসা বিজিবিকে বিভ্রান্ত করে তাদেরকে সাথে নিয়ে সাদা পোশাকে ডিবি পুলিশ নগরীর বিভিন্ন স্থানে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সেনাবাহিনী নামার পরে জনগণ উৎফুল্ল হয়ে উঠেছে।'

সেনা গোয়েন্দাদের হাতে থাকা তালিকা ধরে আসামি গ্রেফতারের দাবি জানিয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, 'আমার যেন নির্বাচনে মূল পক্ষ হয়ে কাজ করতে পারি। নির্বাচন কমিশন ও দেশপ্রেমিক সেনাবাহিনী সে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা করছি।'

রোববার (২৩ ডিসেম্বর) রাতে ডিবি পুলিশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আজিজুল হাসান দুলুকে গ্রেফতার করেছে। এছাড়া, বিএনপি নেতা মাহবুবুর রহমান, আনসার আলী হাওলাদার, মোহাম্মদ আলী, আজাদ হোসেন, বনি আমিন। এদের মধ্যে কয়েকজন রয়েছেন যাদের বয়স ৭০ এর ঊর্ধ্বে।

প্রেস ব্রিফিংয়ে সবশেষে বিএনপির এ নেতা বলেন, 'শুধুমাত্র খুলনা-২ আসনেই নয়। খুলনা-১, ৩ ও ৪ আসনেও একই চিত্র বিরাজ করছে। পোস্টার ছিঁড়ে ফেলা, ক্যাম্প ভাংচুর, প্রচারণায় বাধা দান, প্রচার মাইকের মাইক্রোফোন কেড়ে নেয়া হচ্ছে।'

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট নেতাদের মধ্যে এড. আ ফ ম মহসিন, এড. লতিফুর রহমান লাবু, লোকমান হাকিম, মোস্তফা কামাল, সিরাজউদ্দিন সেন্টু, অধ্যক্ষ আব্দুল খালেক, বিএনপি নেতা জাফরউল্লাহ খান সাচ্চু প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর