ঐক্যফ্রন্টের অবস্থা জগাখিচুড়ি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর, বার্তা২৪.কম | 2023-08-26 10:07:25

জাতীয় ঐক্যফ্রন্টের অবস্থা জগাখিচুড়িতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনের নৌকা প্রার্থী অবায়দুল কাদের।

তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টে নেতা নেই, মাথা নেই। তারা নেতা ছাড়াই নির্বাচন করছে। তাদের অবস্থা জগাখিচুড়িতে পরিণত হয়েছে। বিএনপি আইন মানে না। নির্বাচন কমিশন (ইসি) মানে না। তারা আরও বলে নিরপেক্ষতা নেই। নিরপেক্ষতার সহজ সরল সংজ্ঞা তারা মানতে চায় না। তারা নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছে না। শুধু নালিশ করছে। বিএনপি এখন নালিশ পার্টি। তলে তলে তারা কি ষড়যন্ত্র করছে সেটা নিয়ে আমরা শঙ্কিত।'

রোববার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের চন্দ্রগঞ্জ বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, 'সারা দেশে নৌকার গণজোয়ার চলছে। ১৯৭০ সালেও জনতার এত ঢল দেখিনি। জনতার এমন ঢলই বলে দেয় নৌকার বিজয় নিশ্চিত। নেত্রী বলেছেন গ্রামকে শহরে রূপান্তর করবেন। এরই মধ্যে অর্ধেক গ্রাম শহর হয়ে গেছে। বাকি গ্রামগুলোকে আধুনিক শহরে পরিণত করা হবে। নৌকায় ভোট দিলে আগামী ৮ মাসের মধ্যে ১০০ ভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হবে। লক্ষ্মীপুরের ঘরে ঘরে গ্যাস যাবে। প্রত্যেক পরিবারের একজন করে চাকরি দেওয়া হবে। চন্দ্রগঞ্জ থানাকে উপজেলা করা হবে।'

সেতু মন্ত্রী বলেন, 'বিএনপি দিয়েছে খুন, সন্ত্রাস। তারা আগুন সন্ত্রাস। ক্ষমতা এলে আবারও দুর্নীতি করবে। কেউ শান্তিতে থাকতে পারবেনা। শপথ নিন বিজয়ের এ মাসে স্বাধীনতার শত্রুকে ভোটের মাধ্যমে চূড়ান্তভাবে বিদায় দেয়ার।'

এসময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এ সম্পর্কিত আরও খবর