বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ: সালমান এফ রহমান

আওয়ামী লীগ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-09-01 08:45:26

সারাবিশ্বে বাংলাদেশ এখন একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সালমান এফ রহমান।

তিনি বলেন, 'বর্তমান সরকারের সময়ে দেশের প্রতিটি গ্রাম ও শহর অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে গেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এই উন্নয়নকে ধরে রাখতে নৌকার বিকল্প নেই।'

রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে দোহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে নৌকা প্রতীকের নির্বাচনী কর্মী সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, 'নারী সমাজের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপক উন্নয়ন করেছেন। তার প্রমাণ দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ও সাব-রেজিষ্টার একজন নারী।'

তিনি বলেন, 'স্কুল-কলেজ, মসজিদ, মন্দির, গির্জা এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করেছি। সেই দাবি নিয়েই আপনাদের সেবা করার সুযোগ চাই। আপনাদের পাশে থাকতে চাই। জিনজিরা-কেরানীগঞ্জ-নবাবগঞ্জ এবং দোহার-শ্রীনগর আঞ্চলিক মহাসড়ক প্রকল্পের ৪৬৯ কোটি টাকা। এছাড়াও তার সময়ে ১২২টি সড়কের কার্পেটিং কাজ সম্পন্ন, ৯৫টি ব্রিজ কালভার্ট নির্মাণ, পদ্মানদীর ভাঙন প্রতিরোধে ২১৭ কোটি ৬২ লাখ টাকার বাঁধ নির্মাণ প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর অবদানের কথা স্বীকার করে আসুন আমরা নৌকা প্রতীককে বিজয়ী করি আধুনিক উন্নত নবাবগঞ্জ দোহার গড়ি।'

এর বাইরে স্বাস্থ্য, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বড় অবদানের কথা উল্লেখ্য করে দোহার-নবাবগঞ্জবাসীকে পুনরায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, আলী আহসান খোকন শিকদার, আনারকলি পুতুল প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর