নির্বাচন কমিশনকে হাড়বিহীন বললেন আবদুল মান্নান

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 20:28:14

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ন্ত্রণ করতে না পারায় নির্বাচন কমিশনকে হাড়বিহীন বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল মান্নান।

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে ধানমণ্ডিতে তার নিজ বাসভবনে নির্বাচনী প্রচারণায় বাধা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে তিনি একথা বলেন।

আব্দুল মান্নান বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত ঢাকা ১০-আসনে নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হয়নি। তফসিল ঘোষণার পর সাত থেকে আটটি মামলাসহ মোট শতাধিক মিথ্যা ও গায়েবি মামলায় এখন পর্যন্ত ৭০ জনের উপরে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।’

তিনি বলেন, ‘এ বিষয়ে নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছি। নির্বাচন কমিশন একপর্যায়ে স্বীকার করেছেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের কথা শুনছে না। এই জন্য নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বলবো না, আমি বলতে চাই নির্বাচন কমিশনের শরীরে কোনো হাড় নেই। যে পাত্রে তাদের রাখা হবে, তারা সেই পাত্রের আকার ধারন করবেন।’

আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের করা তালিকা ধরে পুলিশ বিএনপির নেতাকর্মী গ্রেফতার করেছে। যারা ধানের শীষের ভোট আনতে পারবে তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে।’

প্রচারণায় বাধা ও পোস্টার ছিঁড়ে ফেলার প্রসঙ্গে তিনি বলেন, ‘রাতের আধারে আওয়ামী লীগের নেতাকর্মী আমাদের পোস্টার ছিঁড়ে ফেলে। পরে তারা উল্টো আমাদেরকে অভিযুক্ত করে।’

এ সম্পর্কিত আরও খবর