সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট, ছাত্রলীগের ৮ নেতাকে অব্যাহতি

আওয়ামী লীগ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-09-01 19:55:28

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ময়মনসিংহে ৮ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন- নান্দাইল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাছুম পারভেজ রানা, যুগ্ম-সাধারণ রবিন রহমান, নান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এসএম খায়রুল ইসলাম, সাইফ উদ্দিন আহমেদ, শেরপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহব্বায়ক আবুল বাশার, জাহাঙ্গীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন হাসান, বেতাগৈর ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি হুমায়ুন কবির, চন্ডিপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি খায়রুল ইসলাম মামুন।

নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রলীগের এক নেতা বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তিন ছাত্রলীগ নেতা তাকে নিয়ে ফেসবুক পোস্ট দেন।সে কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, দলীয়, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৮ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর