অচিরেই এ সরকারের পতন হবে: আলাল

বিএনপি, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-30 04:52:38

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি সারাদেশে ঝড় তুলেছে। খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। দিন যতই যাচ্ছে আন্দোলনের গতি ততই বাড়ছে। অচিরেই এ সরকারের পতন হবে। তাদেরকে আর খেলতে দেওয়া হবে না। সরকার পতন করেই আমরা ঘরে যাবো।

সোমবার (১০ জুলাই) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন পুলিশ বাহিনীসহ রাষ্ট্রীয় প্রশাসনকে অপব্যবহার করা হচ্ছে। প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তারা আওয়ামী লীগের সঙ্গে মিশে গেছে।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ কষ্ট ভোগ করেছে। কাঁচা মরিচ ৮শত টাকা কেজি যা কোন দিন দেখিও নাই ভাবিও নাই। আওয়মী লীগের সময় শেষ এখন বিদায়ের পালা জনগণকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক একেএম শমশের আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর