‘বাবা জীবিত থাকলে আ’লীগ ছেড়ে দিতেন’

বিবিধ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 21:24:50

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘আজ বাবা জীবিত থাকলে আওয়ামী লীগ ছেড়ে দিতেন। কারণ আওয়ামী লীগের রাজনীতি এখন আর আগের মতো নেই। আওয়ামী লীগের রাজনীতি নষ্ট হয়ে গেছে।’

শনিবার (১৫ ডিসেম্বর) বিকালে বাহুবল উপজেলার একটি রেস্ট্যুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রেজা কিবরিয়া বলেন, ‘বাবার স্বপ্ন পূরণ করতে জনগণের কাছে এসেছি। বড় চাকরি ছেড়ে আজ জনগণের সেবায় নিয়োজিত হয়েছি। এমপি প্রার্থী হয়েছি ধানের শীষ প্রতীক নিয়ে।’

তিনি বলেন, ‘আমি এমপি নির্বাচিত হলে ভিক্ষার জন্য এখানকার  কেউ কারও কাছে হাত পাততে হবে না। এখানের প্রতিটি মানুষের উন্নয়নে আমি কাজ করব।’

তিনি আরও বলেন, ‘বাবার ইচ্ছা ছিল বাহুবল-নবীগঞ্জের এমপি হয়ে জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগ করবেন। বাবার জীবদ্দশায় তা সম্ভব হয়নি। আমি পাবলিক সার্ভেন্ট হিসেবে জনগণের মাঝে বেঁচে থাকতে চাই।’

নিজের মনোনয়ন বাতিলের বিষয়ে দুঃখ প্রকাশ করে রেজা কিবরিয়া বলেন, ‘অযথা সাড়ে পাঁচ হাজার টাকা ঋণখেলাপি দেখিয়ে আমার মনোনয়ন বাতিল করা হলো। অপরদিকে পাঁচ হাজার কোটি টাকার ঋণখেলাপি ব্যক্তির মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হলো।’

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ওরা আমাদের ভয় পায়। তাই ড. কামাল হোসেন, আ স ম রব ও আমার ওপর হামলা চালিয়েছে। আমরা ভীরু নই, হামলা-মামলা ভয় পাই না। দেশ এখন অন্ধকারে। ৩০ ডিসেম্বরের পর আলোতে আসবে প্রিয়দেশ।’

এর আগে বিকালে রেজা কিবরিয়া নেতাকর্মীদের নিয়ে পুরো বাহুবল বাজার ঘুরে নির্বাচনী প্রচারণা চালান। এ সময় উপস্থিত ছিলেন- জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাজুসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর