বিজয় দিবস উপলক্ষে আ’লীগের দু’দিনের কর্মসূচি

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-11 01:55:12

মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করছে আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে, মধ্যে রোববার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সময় দলের রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন।

সকাল সাড়ে ৬টার পরে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পুষ্পার্ঘ্য নিবেদন।

সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

সকাল ১০টায় গোলাপগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হবে।

সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, কাজী জাফর উল্লাহ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, কার্যনির্বাহী সংসদের সদস্য এস, এম কামাল হোসেন অংশগ্রহণ করবেন।

সোমবার (১৭ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আলোচনা সভা করবে দলটি। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সম্পর্কিত আরও খবর