খালেদা জিয়াকে বাসায় গিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় নেতারা

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 21:32:47

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলের জ্যেষ্ঠ নেতারা।

শনিবার (২২ এপ্রিল) রাতে গুলশান-২–এ খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ শুভেচ্ছা বিনিময়ের জন্য যান তারা।

জ্যেষ্ঠ নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান।

দুর্নীতি মামলায় সাজা হওয়ায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন খালেদা জিয়া। সরকারের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে মুক্ত হন তিনি। বন্দী অবস্থায় তিনি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে দুটি এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিনে দুটি ঈদ উদ্‌যাপন করেন।

শর্তসাপেক্ষে মুক্ত হওয়ার পর দুই ঈদে খালেদা জিয়ার সঙ্গে নেতাদের সাক্ষাৎ হয়। তবে ২০২১ সালে রমজানের ঈদে তারা সাক্ষাৎ করতে পারেননি। ওই সময় করোনাপরবর্তী জটিলতা নিয়ে বিএনপি চেয়ারপারসন হাসপাতালে ভর্তি ছিলেন। তবে করোনামুক্ত হওয়ার পর ২০২১ সালের ঈদুল আজহায় দলের শীর্ষ নেতাদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

২০২২ সালে পরিবারের সদস্যদের নিয়ে ‘ফিরোজা’য় ঈদ উদ্‌যাপন করেন সাবেক এই প্রধানমন্ত্রী। এবারও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর