বিএনপির বিভাগীয় সমাবেশ, আ. লীগ করবে ‘শান্তি সমাবেশ’

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 13:58:34

বর্তমান সরকারের পতনসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিভাগীয় সমাবেশ হবে আজ। ওই সব সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন।

এদিকে একইদিনে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসের’ বিরুদ্ধে ঢাকাসহ আরও ৫টি মহানগরে ‘শান্তি সমাবেশ’ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা ছাড়াও আওয়ামী লীগ সমাবেশ করবে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রংপুরে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যরা ওইসব শহরে স্থানীয় নেতাকর্মীদের বিএনপির কর্মকাণ্ডের ওপর নজর রাখতে বলেছেন বলে দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে।

পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি এসব শহরে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করেছে এবং ক্ষমতাসীন দল বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি বানচাল করতে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে।

ঢাকায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে এবং 'বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের' নিন্দা জানাতে বিকেল ৩টার দিকে কামরাঙ্গীরচর হাসপাতাল চত্বরে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় বিভাগীয় সমাবেশ করবে মহানগর বিএনপি। কাজীর দেউড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরেই আন্দরকিল্লা মোড়ে আওয়ামী লীগের 'শান্তি সমাবেশ' অনুষ্ঠিত হবে।

রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। একই সময়ে বিএনপির সমাবেশস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাবলিক লাইব্রেরি মাঠে আওয়ামী লীগের 'শান্তি সমাবেশ' অনুষ্ঠিত হবে।

সিলেটে বিএনপির সমাবেশের এক ঘণ্টা পর বিকেল ৩টার দিকে সমাবেশ করবে মহানগর আওয়ামী লীগ।

বিএনপি এর আগে রেজিস্ট্রার অফিস চত্বরকে ভেন্যু হিসেবে নির্ধারণ করে। তবে গত বুধবার আওয়ামী লীগ একই স্থানে 'শান্তি সমাবেশ' করার ঘোষণা দেয়। একদিন পর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্থান পরিবর্তন করে আওয়ামী লীগ।

খুলনা নগরীর কে ডি ঘোষ রোড এলাকায় দুপুর ২টার দিকে সমাবেশ করবে বিএনপি এবং আওয়ামী লীগ সমাবেশ করবে শিববাড়ী মোড়ে।

ময়মনসিংহ জিমনেসিয়াম প্রাঙ্গণে বেলা ১১টার দিকে সমাবেশ করবে মহানগর আওয়ামী লীগ এবং দুপুর ২টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাবেশ করবে বিএনপি।

এ সম্পর্কিত আরও খবর