‘খালেদার বিষয়ে আইনের বাইরে সিদ্ধান্ত নেবে না ইসি’

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 02:48:33

বিএনপি নেত্রী খালেদা জিয়ার মনোনয়ন আপিল আবেদনের ক্ষেত্রে সংবিধান ও আরপিও’র বাইরে গিয়ে নির্বাচন কমিশন (ইসি) কোনো সিদ্ধান্ত নেবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

‘নির্বাচন কমিশনকে (ইসি) দেশের সংবিধান ও আরপিও অনুযায়ী কাজ করার জন্য বলেছে আওয়ামী লীগ। আমাদের প্রত্যাশা, খালেদা জিয়ার মনোনয়ন আপিল আবেদনের ক্ষেত্রেও সংবিধান-আরপিও’র বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না ইসি।’

শনিবার (৮ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে ইসি সচিব হেলালুদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আহ্বান জানান।

খালেদা জিয়ার মনোনয়নের আপিল আবেদেনের ক্ষেত্রে ক্ষমতাসীন আওয়ামী লীগ হস্তক্ষেপ না করলে কমিশন তা মঞ্জুর করবে। বিরোধীদলের এমন দাবি প্রসঙ্গে নানক বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। স্বাধীনভাবে কাজ করছে বলেই রিটার্নিং কর্মকর্তারা যারা মনোনয়নপত্র বাতিল করেছিলেন, সেখান থেকে অনেককে বৈধ করেছেন নির্বাচন কমিশনের কোর্ট। আজকের বিষয় এমন নয়, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন কমিশনের কিছু করার আছে।’

তিনি বলেন, ‘আমরা এসেছিলাম প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে। একাদশ সংসদ নির্বাচনকে বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট পানি ঘোলা করার চেষ্টা করেছে। সে ঘোলা পানিতে মাছ শিকার করারও চেষ্টা করছে তারা। তারা নন-ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন বানচালের জন্য হেন কোনো চেষ্টা নাই যা, তারা না করছেন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এ নির্বাচন কমিশনের কাছে আমাদের আরজি থাকবে, সংবিধান ও আরপিও অনুযায়ী তারা কাজ করবেন নির্ভয়ে। কোনো চাপের কাছে উনারা মাথা নত করবেন না। এটাই আমাদের প্রত্যাশা। নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন বাণিজ্যের জন্য যে বিক্ষোভ-বিদ্রোহ চলছে পল্টন কার্যালয়ের সামনে। ফলে জনগণের চলাচলে বাধা হচ্ছে।’

নানক অভিযোগ করে বলেন, ‘আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে, আইএসের সঙ্গে বৈঠক হয়েছে আমাদের নির্বাচনকে বানচাল করার জন্য। নির্বাচনে ধ্বংসাত্মক কার্যক্রম করার জন্য। এ ধরনের খবর যখন প্রকাশিত হয়, আমরা তো নির্বাচনমুখী দল হিসেবে উদ্বেগ, উৎকণ্ঠা হই।’

জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধেও মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধেও কী ইসির কাছে অভিযোগ জানিয়েছেন, বিষয়টি জানতে চাইলে নানক বলেন, ‘বিষয়টি তাদের ব্যাপার। এটা তারা বলবেন। আমরা বিএনপির ব্যাপারে কথা বলেছি। রুহুল আমিন হাওলাদারের বিষয়টি একেবারেই জাতীয় পার্টির বিষয়।’

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসারসহ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর