সিইসি-প্রধানমন্ত্রীকে মিলিয়ে ফেলছেন কেন?

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-03-04 21:37:14

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক সঙ্গে মিলিয়ে ফেলা হচ্ছে কেন এ বিষয়ে বিএনপি কাছে জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন করেন তিনি।

প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন চান না বলেই নির্বাচন কমিশন অভিযোগ আমলে নিচ্ছে না। বিএনপি এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কাদের বলেন, ‘সিইসি এবং প্রধানমন্ত্রীকে এক সঙ্গে মিলিয়ে ফেলছেন কেন? এখন সবই সিইসির ওপর নির্ভর করে চলছে। প্রধানমন্ত্রী তো নির্বাচন কমিশনের নেতৃত্ব দেন না। সিইসি হল নির্বাচন কমিশনের মূল ব্যক্তি, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।’

কাদের আরও বলেন, ‘বিএনপির করা অভিযোগের যদি কোনো ভিত্তি না থাকে, কারণ উপস্থিত না থাকে, তাহলে কীভাবে সে অভিযোগ আমলে নেয়া হবে?’

বিএনপি আগেই অভিযোগ ঠিক করে রেখে, সেই পুরানো ভাঙা রেকর্ড এখন বাজাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

নির্বাচনের শুরুতে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার জন্য বিএনপিকেই দায়ী করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নির্বাচনের পরিবেশ নষ্ট হলে আওয়ামী লীগের ক্ষতি হবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ নষ্ট করলে আমাদের ক্ষতি। কারণ আমরা শতভাগ নিশ্চিত। শেখ হাসিনার নেতৃত্বে ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হবে আওয়ামী লীগ। আমরা বিজয় মাসে বিজয়ের অভিযাত্রার দিকে এগোচ্ছি।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও বিএম মোজাম্মেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও সদস্য এস এম কামাল।

এ সম্পর্কিত আরও খবর