নয়াপল্টনে পুলিশ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 00:18:09

রাজধানীর নয়াপল্টনে পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন ছাত্রদল নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

রাজধানীর রূপনগর এলাকায় ছাত্রদলের কর্মী সভায় বাধা দেওয়ার অভিযোগে প্রতিবাদ মিছিল বের করে ছাত্রদল। এসময় পুলিশ তাদের ওপর চড়াও হয়। বেশ কিছু সময় ধরে পুলিশ এবং ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ চলে।

এসময় পুলিশের কয়েকজন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

বিকালে রূপনগর কর্মী সভায় উপস্থিত ছিলেন ছাত্রলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। তিনি বার্তা২৪.কম-কে বলেন, মিরপুরের রূপনগর এলাকায় আমাদের কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ যৌথভাবে আমাদের ওপর হামলা করে। হামলায় আমিসহ ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হন। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এসময় আমাদের ৭ থেকে ৮ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

জুয়েল আরও বলেন, কাফরুল এলাকায় আমাদের আরেকটি কর্মী সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভা অনুষ্ঠিত হওয়ার আগেই সেখান থেকে আমাদের নেতাকর্মীদের আটক করে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর