প্রধানমন্ত্রীর কাছে আবারও বিএনপি’র ১০০২ মামলার তালিকা

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-18 20:48:14

বিএনপি’র ৩৬ হাজার ৩২৬ জন নেতার বিরুদ্ধে দেওয়া এক হাজার দুইটি মামলার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, নেতা-কর্মীদের হয়রানি ও নির্যাতন করার জন্য এসব মিথ্যা ও গায়েবী মামলা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকালে বিএনপি'র নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ঐ তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার।

এর আগে প্রথম দফায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৭ নভেম্বর ঐক্যফ্রন্টের সংলাপের দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মাধ্যমে মামলার তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেন। পরে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন মামলায় কাউকে হয়রানি করা হবে না।

শামসুদ্দিন দিদার জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা রুহুল আমীন মামলার নথিসহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রটি গ্রহণ করেন। এ সময় শামসুদ্দিন দিদারসহ আরও উপস্থিত ছিলেন বিএনপি’র মামলা তথ্য সংরক্ষণ কর্মকর্তা সালাহ উদ্দিন খান।

এ সম্পর্কিত আরও খবর