সরকার ভোটে টিকতেই পারবে না: কাদের সিদ্দিকী

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 10:34:16

একাদশ সংসদ নির্বাচন নিরপেক্ষ হলে সরকার ভোটে টিকতেই পারবে না বলে ধারণা পোষণ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাজধানীর মতিঝিলে অবস্থিত জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, দেশ নিয়মের মধ্যে নাই, সম্পূর্ণ অনিয়মে চলছে। আমরা নিয়মে আনতে চাই। নির্বাচন কমিশন ঠিক চলছে না। তিনি নির্বাচন যে ৭ দিন পিছালেন এটা তো সরকারের আহ্বান, বদরুদ্দোজা চৌধুরী এটা চেয়েছিলেন। আমরা বলেছিলাম ১ মাস পিছাতে। কিন্তু সেটা করেননি।

তিনি বলেন,প্রত্যেকটা নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে নেওয়া হয়। এই নির্বাচন কমিশন সে কাজটি করে নাই। এজন্য আমার সন্দেহ হয় ভালোভাবে তিনি নির্বাচন পরিচালনা করতে পারবেন কিনা? এই সন্দেহ মানুষের মধ্যেও আছে। অনেকের মধ্যে ধারণা যে সরকার ভোট নিয়ে (অনিয়ম বা চুরি) যাবে। আমার ধারণা নিরপেক্ষ নির্বাচন হলে সরকার ভোটে টিকতেই পারবে না।

এ সম্পর্কিত আরও খবর