নেতারা দেবেন আল্টিমেটাম, কর্মীরা চান চূড়ান্ত আন্দোলনের ডাক

বিএনপি, রাজনীতি

সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-07-12 22:21:38

ড. কামাল হোসেনের নেতৃত্বে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ আত্মপ্রকাশের পর ঢাকায় আজকে তাদের প্রথম জনসভা। সকাল থেকে জনসমাবেশকে ঘিরে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দেখা গেছে। দুপুর হওয়ার পরপরেই ফাঁকা মাঠ ভরে উঠছে। ঢাকার পাশ্ববর্তী জেলাগুলো থেকেও মিছিল এসে মিশেছে সোহরাওয়ার্দী উদ্যানে।

জনসভায় আসা তৃণমূলের বিএনপি নেতাকর্মীরা, আন্দোলনের চূড়ান্ত কর্মসূচির ঘোষণা চান। তবে ঐক্যফ্রন্টের নেতারা সরাসরি কর্মসূচি না দিয়ে আল্টিমেটটাম দিতে পারেন বলে জানা গেছে।  

ময়মনসিংহের ভালুকা থেকে এসেছেন বিএনপি নেতা হাসিব জামান। তিনি মনে করছেন, যতই সংলাপ হোক আন্দোলন ছাড়া সরকারকে নাড়া দেওয়া সহজ হবে না। গত ৫ বছর ধরে ধরে অনেক জেল জুলুম হয়েছে। ঘরে থাকা যায় নি। রাতে আরামে ঘুমাতে পারি নি। এখন চূড়ান্ত আন্দোলনের ডাক শুনতে চাই।

ঐক্যফ্রন্টের এক নেতা জানান, গত রাতে তাদের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়েছে। সে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নেতাকর্মীদের উজ্জিবিত ও সরকারকে হুঁশিয়ার করতে  চূড়ান্ত আল্টিমেটাম দেওয়া হতে পারে জনসভায়।

সংলাপে দাবি মানতে সরকার চাপ দেওয়ারও এটা একটা কৌশল ঐক্যফ্রন্টের বলে মনে করেন নেতাকর্মীরা।

এদিকে ঢাকায় ড কামাল হোসেনকে সামনে রেখে ঐক্যফ্রন্টের জনসমাবেশকে বিএনপির জনসভাই বলা হচ্ছে। এর আগে ঢাকার বাইরে প্রথমে সিলেটে ও পরে চট্টগ্রামে সমাবেশ করেছিলো ঐক্যফ্রন্ট।

আর এ জনসভা ঐক্যফ্রন্টের ব্যানারে হলেও বিএনপি ছাড়া অন্য ছোট দলগুলোর নেতাদের তেমন দেখা পাওয়া যায় নি। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশস্থলে এসেছেন। এসময় তাদের হাতে খালেদার মুক্তির দাবিসম্বলিত পোস্টার দেখা গেছে। মিছিলেও খালেদার মুক্তি স্লোগান শোনা যায়।

অন্যদিকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড কামাল হোসেনের দল গণফোরামের কোনো মিছিল আসতে দেখা যায় নি। যদিও জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

জনসভা শুরুর আগে ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বার্তা২৪.কমকে বলেন, জনসভা থেকে যে বিষয়টি নিয়ে আল্টিমেটাম দেওয়া হবে সেটি হলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটের দক্ষিণ দিকে ঐক্যফ্রন্ট নেতাদের বসার মঞ্চ স্থাপন করা হয়েছে।

দুপুর ২টায় জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। দেড়টা পর্যন্ত ঐক্যফ্রন্টের মূল নেতাদের মঞ্চে দেখা যায় নি। সকাল থেকে গণসঙ্গীত পরিবেশিত হচ্ছে।

জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ এ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। প্রথমবারের মতো ঐক্যফ্রন্টের মঞ্চে উঠবেন কৃষক-শ্রমিক-জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

এ সম্পর্কিত আরও খবর