আলোচনা সন্তোষজনক হয়নি: মির্জা ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 18:09:38

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের আলোচনা সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাড়ে ৩ ঘণ্টা ব্যাপী এ আলোচনা হয়। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে সংলাপ চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

গণভবন থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

পরবর্তীতে বেইলী রোডে ড. কামাল হোসেনের বাসায় মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেননি। এ বিষয়ে আমি সন্তোষ্ট নই।’

সংলাপের প্রাপ্তি কী জানতে চাইলে তিনি বলেন, ‘সব সময় সবকিছু অর্জন করা যায় না। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া।’

ঐক্যফ্রন্টের আহ্বানে সাড়া দিয়ে গণভবনে সংলাপের জন্য দিনক্ষণ ঠিক করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত ২৮ অক্টোবর ঐক্যফ্রন্ট সংলাপ চেয়ে চিঠি দেয়। পরের দিন মৌখিকভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে ১ নভেম্বর গণভবনে সংলাপের বিষয়ে জানানো হয়। তার পরে ৩০ অক্টোবর সংলাপের বিষয়ে ঐক্যফ্রন্টকে চিঠিও দেওয়া হয়।

অনেক জল্পনা-কল্পনার পর এ সংলাপ সারাদেশের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সংলাপের আগের দিন গণভবনে ঐক্যফ্রন্টের জন্য ব্যবস্থাকৃত খাবারের তালিকাও গণমাধ্যমে প্রকাশিত হয়।

অতীতের সংলাপের ব্যর্থতা টেনে অনেকেই মন্তব্য করেন, এ সংলাপও ফলপ্রসূ হবে না।

এ সম্পর্কিত আরও খবর